একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ। বইটির মূল্য কত?
A কোনোটিই নয়
B ৪৯ টাকা
C ৪৬ টাকা
D ৫০ টাকা
Solution
Correct Answer: Option C
ধরি , কলমটির মূল্য x টাকা
∴ বইটির মূল্য (৯৫-x)টাকা
প্রশ্নমতে , x+১৫=২ (৯৫-x-১৪)
x+১৫=১৬২-২x
৩x=১৪৭
∴ x=৪৯
∴ বইটির মূল্য (৯৫-৪৯) টাকা
=৪৬ টাকা