ক, খ, ও গ এর বেতনের অনুপাত ৭:৫:৩ । খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক-এর বেতন কত?
A ৩৩৩ টাকা
B ৭৭৭ টাকা
C ৮৮৮ টাকা
D ৫৫৫ টাকা
Solution
Correct Answer: Option B
ধরি ,
ক এর বেতন ৭x
∴ খ এর বেতন ৫x
∴ গ এর বেতন ৩ x
প্রশ্নমতে ,৫x -৩x=২২২
∴২x =২২২
∴x =১১১
∴ ক এর বেতন (৭×১১১) টাকা
=৭৭৭ টাকা