প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী?
A রাজা শশাঙ্ক
B গিয়াস উদ্দিন আজম শাহ
C ফকরুদ্দীন মোবারক
D লক্ষণ সেন
Solution
Correct Answer: Option A
প্রাচীন বাঙলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক । তিনি বাঙলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় নামের জনপদ গড়ে তোলেন । কারো কারো মতে তিনি ৫৯০ হতে ৬২৫ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তার রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ ।