মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল?
A ১১ নং সেক্টর
B ১ নং সেক্টর
C ১০ নং সেক্টর
D ৯ নং সেক্টর
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ১০ নং সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল ।
- এ সেক্টর গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সের প্রশিক্ষণ প্রাপ্ত পাকিস্তান নৌ বাহিনীর আটজন বাঙ্গালি নৌ কমান্ডার ।
- এ সেক্টরে কোন কমান্ডার ছিলনা।