বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পবর্তারোহী কে?
A ওয়াসফিয়া নাজনীন
B নিশাত মজুমদার
C রাবেয়া ভুইয়া
D নাজিয়া সুলতানা
Solution
Correct Answer: Option B
বাংলাদেশের প্রথম নারী হিসেবে নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে শনিবার সকালে এভারেস্ট শৃঙ্গ জয় করার গৌরব অর্জন করেন । তিনি ১৯৮১ সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন । তিনি ঢাকা ওয়াশায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ।