নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?

A বিষের বাঁশী

B অগ্নি-বীণা

C সিন্ধু-হিন্দোল

D চক্রবাক

Solution

Correct Answer: Option B

- বিষের বাঁশী কাব্যগ্রন্থে প্রেম, বিদ্রোহ, বিপ্লব, রহস্যবাদ, দেশাত্মবোধ, মানবতাবাদ, প্রকৃতি প্রেম, আধ্যাত্মিকতা, দর্শন, ইত্যাদি বিষয়ের কবিতা রয়েছে।
- অগ্নি-বীণা কাব্যগ্রন্থে ধর্মীয় সহিষ্ণুতা, মানবিক সাম্য, উদারনৈতিক মানবতাবোধ, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচারের কবিতা রয়েছে।
- সিন্ধু-হিন্দোল কাব্যগ্রন্থে প্রেম, বিরহ, প্রকৃতি প্রেম, দেশাত্মবোধ, আধ্যাত্মিকতা, দর্শন, ইত্যাদি বিষয়ের কবিতা রয়েছে।
- চক্রবাক কাব্যগ্রন্থে প্রেম, বিরহ, প্রকৃতি প্রেম, দেশাত্মবোধ, আধ্যাত্মিকতা, দর্শন, ইত্যাদি বিষয়ের কবিতা রয়েছে।

- অগ্নি-বীণা কাব্যগ্রন্থে 'বিদ্রোহী', 'আগমনী', 'উমা', 'খোদার আসন', 'চল্ চল্ চল্' ইত্যাদি কবিতা ধর্মীয় সহিষ্ণুতা, মানবিক সাম্য, উদারনৈতিক মানবতাবোধ, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচারের বার্তা বহন করে।
সুতরাং, 'অগ্নি-বীণা' কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions