“অপর্ণা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?
Solution
Correct Answer: Option A
- প্রদত্ত অপশনে সবকয়টি নাটকের রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত 'বিসর্জন' নাটকটি তার মঞ্চসফল এবং জনপ্রিয় নাটকগুলুর মধ্যে অন্যতম ।
- রবীন্দ্রনাথ স্বয়ং এই নাটকের প্রধান দুটি চরিত্র রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় বিভিন্ন সময় অভিনয় করেন ।
- এ নাটকের প্রধান চরিত্র হল - অপর্ণা , রঘুপতি, জয়সিংহ গুণবতী , গোবিন্দমাণিক্য ।