কোনটি খাটি বাংলা উপসর্গ?

A অজ

B অতি

C ফি

D খাস

Solution

Correct Answer: Option A

যে সকল অব্যয় ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে , বাক্যের অর্থের সম্প্রসারণ বা সঙ্কোচন বা অন্য কোন পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে ।
বাংলা ভাষায় উপসর্গ মূলত তিন প্রকার । 
১) খাঁটি বাংলা উপসর্গ , 
২) তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং 
৩) বিদেশি উপসর্গ । 
 
এর মধ্যে খাঁটি বাংলা উপসর্গ হল একুশটি ।যথা - অ , অঘা , অজ , অনা , আ , আড় , আন , আব ,ইতি , উন , কদ ,কু , নি ,পাতি , বি ,ভর , রাম ,স ,সা ,সু ,হা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions