কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?

A ঝম-ঝম

B ভাল-ভাল

C রাশি-রাশি

D ঘন-ঘন

Solution

Correct Answer: Option A

কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে । এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুই বার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি । ধ্বন্যাত্মক দ্বিরুক্তির কয়েকটি উদাহরণ হল - কুহু কুহু ( কোকিলের ডাক ) , মড়মড় ( গাছ ভেঙ্গে পড়ার শব্দ ) ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions