কোনো আসল টাকার ৩ বছরের সুদ আসলের (৩/৮) অংশ হলে, সুদের হার কত?
A ১০.৫২%
B ১২.৫%
C ১৬.৬%
D ৩%
Solution
Correct Answer: Option B
সুদ আসলের (৩/৮) অংশ হলে ধরি, আসল P = ৮x
এবং সুদ I = ৮x × (৩/৮) = ৩x
আমরা জানি, I = (prn/১০০)
r = (১০০ × I)/pn
= (১০০ × ৩x)/(৮x × ৩)
= ১০০/৮
= ১২.৫%