সোহান ৩ বছরের জন্য ১০০০০ টাকা এবং ৪ বছরের জন্য ১৫০০০ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংককে মোট ৯৯০০ টাকা মুনাফা দেন। উভয়ক্ষেত্রে মুনাফার হার সমান হলে, মুনাফার হার নির্ণয় কর। 

A ৫% 

B ৯% 

C ১১% 

D ১৬% 

Solution

Correct Answer: Option C

যেহেতু, উভয়ক্ষেত্রে মুনাফার হার সমান

সেহেতু,
১০০০০ টাকার ৩ বছরের মুনাফা = (১০০০০ x ৩) বা, ৩০০০০ টাকার ১ বছরের মুনাফা
১৫০০০ টাকার ৪ বছরের মুনাফা = (১৫০০০ x ৪) বা, ৬০০০০ টাকার ১ বছরের মুনাফা 
(+) করে,   (৩০০০০+৬০০০০) বা, ৯০০০০ টাকার ১ বছরের মুনাফা

এখানে,
৯০০০০ টাকার ১ বছরের মুনাফা ৯৯০০ টাকা 
    ১     টাকার ১ বছরের মুনাফা (৯৯০০/৯০০০০) টাকা 
  ১০০   টাকার ১ বছরের মুনাফা (৯৯০০ x ১০০)/৯০০০০ টাকা
                                       = ১১ টাকা 

∴ নির্ণেয় মুনাফার হার = ১১% 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions