Solution
Correct Answer: Option A
ইসলামি সম্মেলন সংস্থা (OIC) প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে।
- ২০১১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) ।
- OIC’র সদর দপ্তর বা সচিবালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।