Correct Answer: Option D
মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) । সংস্কৃত মহাকাব্য রামায়ণ-এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে তিনি এ মহাকাব্য রচনা করেন । অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯টি, যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে ।
বাংলা সাহিত্যের আরো কয়েকটি মহাকাব্যঃ
- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'বৃত্রসংহার',
- নবীনচন্দ্র সেনের 'রৈবতক',
- কায়কোবাদের 'মহাশ্মশান',
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর 'স্পেনবিজয় কাব্য',
- হামিদ আলীর 'কাসেমবধ কাব্য' ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions