'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ।এখানে 'অরিন্দম ' কে ?

A লক্ষ্মণ

B মেঘনাদ

C রাবণ

D বরুণ

Solution

Correct Answer: Option B

মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবোধ কাব্য ' এর ' বোধো ' নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত 'বিভীষণের প্রতি মেঘনাদ ' কবিতার পঙক্তি 'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে '।এ কবিতার কেন্দ্রীয় চরিত্র মেঘনাদকে অরিন্দম বোঝানো হয়েছে। অরি বা শত্রুকে দমন করে যে ,সেই অরিন্দম ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions