একটি ঘড়ি ৬২৫টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 

A ৬৮৭৫/৯ টাকায়

B ৭৬৩ টাকায় 

C ৮৭৫/৩ টাকায়

D ১১৬৯ টাকায় 

Solution

Correct Answer: Option A

মনে করি, ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা
                               = ৯০ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা 
                            = ১১০ টাকা 

এখন,
৯০   টাকার ঘড়ি বিক্রয় করতে হবে ১১০ টাকায়
১      টাকার ঘড়ি বিক্রয় করতে হবে (১১০/৯০) টাকায়
৬২৫ টাকার ঘড়ি বিক্রয় করতে হবে (৬২৫ x ১১০)/৯০ টাকায়
                                           = ৬৮৭৫/৯ টাকায় 

∴ (৬৮৭৫/৯) টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
                                           

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions