৩১৫ টাকায় একটি কাপড় বিক্রি করে শতকরা ৫ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ১৭ ভাগ ক্ষতি হবে?

A ১২৭ টাকা

B ১৭০ টাকা

C ২৪৯ টাকা

D ২৬৩ টাকা

Solution

Correct Answer: Option C

ধরি ,ক্রয়মূল্য ১০০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য (১০০+৫) =১০৫ টাকা
বিক্রয়মূল্য ১০৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য  ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১০৫ টাকা
বিক্রয়মূল্য ৩১৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ ×৩১৫ )/১০৫ টাকা
                                                   = ৩০০ টাকা

সুতরাং ১৭% ক্ষতিতে বিক্রয়মূল্য = (৩০০ - ৩০০ এর ১৭/১০০ ) টাকা
                                                    =(৩০০ - ৫১) টাকা
                                                  = ২৪৯ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions