২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?
A সোমবার
B বৃহস্পতিবার
C বুধবার
D শনিবার
Solution
Correct Answer: Option B
২০০৯ সাল অধিবর্ষ নয় । সুতরাং ২০০৯ সালের ১ জানুয়ারি এবং ২০০৯ সালের ৩১ ডিসেম্বর একই বার হবে। অর্থাৎ বৃহস্পতিবার ।