'পঞ্চকবির গান' এখানে পঞ্চকবির দুইজন হলেন?

A দ্বিজেন্দ্রলাল রায় ও রবীন্দ্রনাথ ঠাকুর

B অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম

C রজনীকান্ত সেন ও লালন সাই

D রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন

Solution

Correct Answer: Option D

পঞ্চকবি হলেন বাংলা সাহিত্যের ৫ জন কবি সাহিত্যিক যারা একই সাথে গীতিকার, সুরকার এবং গায়ক । ৫ জন পঞ্চকবির নাম মনে রাখবে যেভাবে-
রবি কাজীকে রজনীতে অতুলনীয় উপহার দিলো।
রবি = রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী = কাজী নজরুল ইসলাম
রজনী = রজনীকান্ত সেন
অতুলনীয় = অতুল প্রসাদ সেন
দিলো = দ্বিজেন্দ্রলাল রায়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions