ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি?
A বর্ধমান হাউস
B লালবাগ
C আহসান মঞ্জিল
D বড় কাটারা
Solution
Correct Answer: Option B
ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম শাহ ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন।কিন্তু লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির কবর রয়েছে।এটি ঢাকার লালবাগে অবস্থিত