'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। চরণটি কোন কবিতার ?
Solution
Correct Answer: Option D
-চরণটি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার। এই চরণে কবি তার অকুতোভয় ও বিদ্রোহী মনোভাবের প্রকাশ করেছেন।
-কবি এই চরণে জাহান্নামকে একটি প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। জাহান্নাম হলো দুঃখ, কষ্ট ও অত্যাচারের প্রতীক। কবি বলছেন যে তিনি এই সবকিছুকে উপেক্ষা করে নিজের আদর্শের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন।
'আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি,
আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণি!
আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী,
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!'