বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার (মূল রূপকার বা নকশাক কে?
A জয়নুল আবেদিন
B কামরুল হাসান
C হাশেম খান
D হামিদুর রহমান
Solution
Correct Answer: Option B
প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার মূল রূপকার । তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান । বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন শিব নারায়ণ দাস ।