কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত
‘শাক্যমুনি’ কে?
A গৌতম বুদ্ধ
B যিশু খ্রিষ্ট
C চৈতন্য
D অতীশ দীপঙ্কর
Solution
Correct Answer: Option A
কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' (১৯২৫)
কাব্যগ্রন্থের 'সাম্যবাদী' কবিতার এই হৃদয়ের ধ্যান-গুহা-
মাঝে বসিয়া শাক্যমুনি / ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি। পক্তিতে ‘শাক্যমুনি বলতে শাক বংশে জন্ম নেয়া গৌতম বুদ্ধকে বুঝিয়েছেন।