চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কী?
Solution
Correct Answer: Option A
• বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে চাঁদ দিগন্তের কাছে বড় দেখায় । কেননা এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে আলোক রশ্মি দিক পরিবর্তন করে। যার ফলে চাঁদ বড় দেখায় ।
• অন্যদিকে , আলোর বিচ্ছুরণ , অপবর্তন , দৃষ্টি বিভ্রম এর সাথে প্রাসঙ্গিক নয় ।