নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?

A নাসের হুসেইন

B এলান বর্ডার

C রিচার্ড হ্যাডলী

D গ্যারি কারেস্টেন

Solution

Correct Answer: Option A

ক্রিকেটার নাসের হুসেইন ইংল্যান্ডের নাগরিক । তিনি জন্মগ্রহণ করেছিলেন ২৮ মার্চ ১৯৬৮ সালে ভারতের চেন্নাইয়ে । তিনি ১৯৯৯-২০০৩ সালে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন । এলান বর্ডার , রিচারড হেদলী ও গ্যারি কারেস্টেন যথাক্রমে অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার নাগরিক ছিলেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions