কাজী নজরুল ইসলামের 'কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
Solution
Correct Answer: Option C
কাজী নজরুল ইসলাম রচিত 'সর্বহারা' (১৯২৬) কাব্যের অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা 'কাণ্ডারী হুশিয়ার'। এ কবিতার বিখ্যাত পক্তি- 'ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, / আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান।'