'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি কোন কাব্যের?

A বিষের বাঁশি

B ফনিমনসা

C দোলনচাঁপা

D ভাঙার গান

Solution

Correct Answer: Option C

'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি 'দোলন-চাঁপা' কাব্যের অন্তর্ভুক্ত । এছাড়া এ কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ বেলাশেষে, পুবের চাতক, অবেলার ডাক, পূজারিণী ও কবি-রানী । 'বিষের বাঁশী' কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ বন্দী-বন্দনা, শিকল-পরা গান, চরকার গান, জাতের নামে বজ্জাতি, সত্য-মন্ত্র । 'ফণি-মনসা' কাব্যের উল্লেখ্যযোগ্য কবিতাঃ সব্যসাচী, আশীর্বাদ । 'ভাঙ্গার গান' কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ জাগরণী, দুঃশাসনের রক্তপান । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions