Solution
Correct Answer: Option B
ডট মেট্রিক্স প্রিন্টার আগের দিনের প্রিন্টার। সবচেয়ে জনপ্রিয় প্রিন্টারগুলির অন্যতম একটি। এটি একধরনের ইমপেক্ট প্রিন্টার যা ছোট পিন ব্যবহার করে কালিকে কাগজে ছাপায়। এই প্রিন্টারের সুবিধা হল এতে ক্যারেক্টারের সাথে সাথে গ্রাফ বা ছবিও ছাপানো যায়। কিন্তু লেখাগুলোর মান ভাল হয় না। এই প্রিন্টারের ছাপার গতি অনেক কম।