“অক্টোপাস” উপন্যাসের লেখক কে?

A বেগম সুফিয়া কামাল

B শামসুর রহমান

C আল মাহমুদ

D আবুল হাসান

Solution

Correct Answer: Option B

নাগরিক কবি শামসুল রাহমান (১৯২৯-২০০৫) এর উপন্যাস হল - অক্টোপাস , নিয়ত , মন্তাজ , অদ্ভুত আঁধার এক ,এলো সে অবেলায় । উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল - প্রথম গান , দ্বিতীয় মৃত্যুর আগে , রৌদ্র করোটিতে , বিধ্বস্ত নীলিমা , নিরালোকে দিব্যরথ , নিজ বাসভূমে , দুঃসময়ের মুখোমুখি ,প্রতিদিন ঘরহীন ঘরে , ইকারুসের আকাশ , বন্দী শিবির থেকে । শিশুতোষ গ্রন্থ - এলাটিং বেলাটিং ,ধান ভানলে কুঁড়ো দেব ,রংধনু সাঁকো , লাল ফুলকির ছড়া প্রভৃতি । অন্যদিকে কবি আল মাহমুদের উপন্যাস হল - ডাহুকী , কাবিলের বোন , আগুনের মেয়ে , পুরুষ সুন্দর ,উপমহাদেশ প্রভৃতি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions