Solution
Correct Answer: Option B
শব্দ একটি বিশেষ তরঙ্গ, যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়। কোনো মাধ্যমে শব্দ প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না।তাই শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। - -কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি।
- বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম।
- উল্লেখ্য, বাতাসে শব্দের বেগ ৩৩২ মি./সে.