“নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - চরচয়িতা কে?

A আব্দুল হাকিম

B অতুল প্রসাদ সেন

C রামনিধি গুপ্ত

D আল মাহমুদ

Solution

Correct Answer: Option C

- পঙক্তিটির রচয়িতা হলেন রামনিধি গুপ্ত
- তিনি নিধু বাবু নামে পরিচিত।
- রামনিধি গুপ্ত বাংলা টপ্পা সঙ্গীতের একজন মহান সংস্কারক।
- তার একটি গীতিকা সংকলনের নাম 'গীতিরত্ন' (১৮৩৭)
 
উল্লেখ্য, অন্যকবিদের ভাষা নিয়ে বিখ্যাত কবিতার পঙক্তি- 
- আবদুল হাকিম- ''দেশী ভাষা যার মনে ন জুয়ায় / নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়'',
- অতুল প্রাসাদ সেন- ''মোদের গরব , মোদের আশা /আ-মরি বাংলা ভাষা'' ,
- আল মাহমুদ- ''ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত/ বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ? বরকতের রক্ত''।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions