Solution
Correct Answer: Option A
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ।
- তার প্রথম প্রকাশিত গ্রন্থ হল - 'বেতালপঞ্চবিংশতি" (১৮৪৭) । এ গ্রন্থেই তিনি যতী বা বিরাম চিনহের সফল ব্যবহার করেন ।
- ১৮৪০ সালে সংস্কৃত কলেজ থেকে " বিদ্যাসাগর " উপাধি পাওয়া এ লেখকের কয়েকটি অনুবাদগ্রন্থ হল - শকুন্তলা, সীতার বনবাস , ভ্রান্তিবিলাস ।
- তার মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ ও বিদ্যাসাগর চরিত ।