ত্রিভুজের যে কোন দু'টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি -

A সমকোণী ত্রিভুজ

B বিষমবাহু ত্রিভুজ

C সমদ্বিবাহু ত্রিভুজ

D সমবাহু ত্রিভুজ

Solution

Correct Answer: Option C

ত্রিভুজের যে কোন দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ ।তিনটি মধ্যমা সমান হলে সমবাহু ত্রিভুজ । একটি কোণ সমান হলে তা সমকোণী ত্রিভুজ এবং ভিন্ন ভিন্ন বাহু নিয়ে গঠিত হলে তা বিষমবাহু ত্রিভুজ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions