১৫ জনের কোন কাজের এক তৃতীয়াংশ করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
Solution
Correct Answer: Option A
৫ জন লোক ১/৩ অংশ কাজ করে ২০ দিনে
১৫ জন লোক ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে ২০/(১/৩) দিনে
=২০ × ৩/১
=৬০ দিনে
১৫ জন লোকে ১ টি সম্পূর্ণ কাজ করে ৬০ দিনে
১ জন লোক ১টি সম্পূর্ণ কাজ করে ৬০ ×১৫ দিনে
২০ জন লোক ১টি সম্পূর্ণ কাজ করে (৬০ × ১৫)/২০
=৪৫ দিন