কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

A পৃথিবী

B মঙ্গল

C বুধ

D শুক্র

Solution

Correct Answer: Option D

পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ । সৌরজগতের গ্রহ গুলুর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ । সৌরজগতে পৃথিবীর পরেই মঙ্গলগ্রহের অবস্থান । খালি চোখে মঙ্গলগ্রহকে লালচে দেখায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions