একজন মানুষ কী অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
A দাঁড়ানো
B দৌড়ানো
C বসা
D শোয়া
Solution
Correct Answer: Option D
-কোনো বল কোনো ক্ষেত্রের উপর লম্বভাবে ক্রিয়া করলে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ।
-একজন মানুষ শোয়া অবস্থায় পৃথিবীকে কম চাপ দেয়।
-কেননা শোয়া অবস্থায় একজন ব্যক্তি ভূপৃষ্ঠের যে স্থান দখল করে তার ক্ষেত্রফল বেশি হওয়ায় শোয়া অবস্থায় চাপ কম দেয়।