ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক?
A বিল্ডিং অধ্যাদেশ
B বিল্ডিং কোড
C ভবন অননিয়ম
D ভবন আইন
Solution
Correct Answer: Option B
বিল্ডিং কোড যেকোনো দেশের ইমারত নির্মাণের সাথে সংশ্লিষ্ট বিধি-বিধান; যা সঠিকভাবে অনুসরণ করা হলে ভবনের নির্মাণ ও ব্যবহারের সময় জননিরাপত্তা বিঘ্নিত হবে না বলে আশা করা হয়। ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা বাধ্যতামূলক।