Correct Answer: Option A
দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার। যথাঃ
- শব্দের দ্বিরুক্তি
- পদের দ্বিরুক্তি ও
- অনুকার দ্বিরুক্তি
শব্দের দ্বিরুক্তি প্রয়োগঃ
» একই শব্দ অবিকৃতভাবে দুবার ব্যবহৃত হয়ে দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারে। যেমন – ফোঁটা ফোঁটা পানি, বড় বড় বাড়ি, গলায় গলায় বন্ধুত্ব ইত্যাদি।
» একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়। যেমন – বলা- কওয়া, লালন-পালন ইত্যাদি।
» দ্বিরুক্ত শব্দ – জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। যেমন – মিট-মাট, ফিট- ফাট ইত্যাদি।
» সমার্থক শব্দযোগে হতে পারে। যেমন – টাকা -পয়সা, বলা-কওয়া ইত্যাদি।
» বিপরীতার্থক শব্দ যোগে। লেন-দেন, দেনা-পাওনা ইত্যাদি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions