Solution
Correct Answer: Option A
কোনো কিছুর সবাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রুপকে ধবনাত্মক শব্দ বলে। এ জাতীয় ধবনাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত। কড়-কড়, কড়-মড় - অব্যয়; মেঘের শব্দ বা কঠিন জিনিস চিবানোর শব্দ। কড়-কড়ে .
1 শুকনো (কড়কড়ে ভাত);
2 ভঙ্গুর;
3 যা চিবালে কড়কড় করে। কড়-কড়ানি, কড়-মড়ানি বি. কড়কড় বা কড়মড় শব্দ।
এখানে কড়কড় ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ বা অনুকার অব্যয়। ধ্বনিবাচক বা ধ্বন্যাতক শব্দ ধ্বনির অনুরণন বোঝায়। কোনো কিছু শুকিয়ে অত্যন্ত শক্ত হলে তা ভাঙলে যে শব্দ হয় কড়কড় দ্বারা তা বোঝানো হয়। মরমর যদি মর্মর হতো তাহলে তখন তা ধ্বনিবাচক দ্বিরুক্তি হতো। কারণ মর্মর দ্বারা পাতা ভাঙার আওয়াজ বোঝানো হয়।--এই ব্যাখ্যাটি যোগ করেছেন (দেলোওয়ার হোসেন)