ক্রোনোমিটার হলো সূক্ষ্ম সময় নির্ণয়কারী এক বিশেষ ধরনের ঘড়ি। যা জাহাজের নাবিকদের কাজে লাগে। সাধারণত এর সাহায্যে গ্রিনিচের সময় জেনে জাহাজের অবস্থান সম্পর্কে জানতে পারে।
কিছু পরিমাপক যন্ত্রঃ
সূক্ষ সময় পরিমাপক— ক্রনোমিটার
তাপ পরিমাপক— থার্মোমিটার
বায়ুর আর্দ্রতা নির্ণায়ক— হাইগ্রোমিটার
বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক যন্ত্র— এ্যারোমিটার
বৃষ্টি পরিমাপক— রেনগেজ
দুধের বিশুদ্ধতা পরিমাপক— ল্যাকটোমিটার
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক— স্ফিগমোম্যানোমিটার