'ঝির ঝির করে বাতাস বইছে' । এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ?

A ভাবের গভীরতা

B ধ্বনিব্যঞ্জনা

C পৌনঃপুনিকতা

D সামান্যতা

Solution

Correct Answer: Option B

অব্যয়ের দ্বিরুক্তি

১. ভাবের গভীরতা বোঝাতে: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি কী করেছ?
২. পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতে : ভয়ে গা ছম ছম করছে। ফেঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।
৫. ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions