একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে-
A উভয়টি একসাথে পড়বে
B লোহার বলটি আগে পড়বে
C পালকটি আগে পড়বে
D আদৌও পড়বে না
Solution
Correct Answer: Option A
গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রে দেখা যায়- একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাই বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একই সময়ে পড়বে।