Solution
Correct Answer: Option C
দিনের বেলা স্থলভাগ বেশি উত্তপ্ত থাকে আর জলভাগ কম উত্তপ্ত থাকে ফলে স্থলভাগে নিম্নচাপ এবং সমুদ্রে বায়ুর উচ্চচাপ বজায় থাকে। ফলে জলভাগ থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়।
- অপরদিকে অপরাহ্ন থেকে রাত্রিবেলা জলভাগ বেশি উত্তপ্ত থাকে ফলে সেখানে নিম্নচাপ তৈরি হয়। এ কারণে স্থলভাগ থেকে উচ্চচাপ যুক্ত বায়ুর সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এ কারণে অপরাহ্নে সমুদ্রে বায়ু প্রবলবেগে প্রবাহিত হয়।