‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি কে রচনা করেছেন?

A জীবনানন্দ দাশ

B প্রেমেন্দ্র মিত্র

C মনিরুজ্জামান

D শামসুর রাহমান 

Solution

Correct Answer: Option D

- ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি শামসুর রাহমান রচনা করেছেন।
- শামসুর রাহমান মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে তিনি এ কবিতা লিখেন।

- শামসুর রাহমান ২৪ অক্টোবর, (পারিবারিক হিসেবে ২৩ অক্টোবর) ১৯২৯ খ্রিষ্টাব্দে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম।
- শামসুর রাহমানের ডাকনাম- বাচ্চু।
- ১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে 'দৈনিক মর্নিং নিউজ'- এ কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে 'দৈনিক পাকিস্তান' পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে এটি 'দৈনিক বাংলা' নামে নামকরণ হয়। ১৯৭৭ সালে 'দৈনিক বাংলা' ও সাপ্তাহিক 'বিচিত্রা'র সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে সরকার পরিচালিত 'দৈনিক বাংলা' থেকে পদত্যাগ করেন।
- মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতার 'দেশ' পত্রিকায় 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন।
- তিনি বিভিন্ন পত্রিকায় সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি ছদ্মনামে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতেন।
- শামসুর রাহমান 'নাগরিক কবি' হিসেবে খ্যাত।
- তিনি ১৯৬৩ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার', ১৯৬৯ সালে 'বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৭ সালে 'একুশে পদক' এবং ১৯৯১ সালে 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
- তিনি ১৭ আগস্ট, ২০০৬ খ্রিষ্টাব্দে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো- তাঁর মোট কাব্য ৬৫টি।
- 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
- 'বন্দী শিবির থেকে' (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭),
- 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২)
- 'রৌদ্র করোটিতে' (১৯৬৩),
- 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭),
- 'নিরালোকে দিব্যরথ' (১৯৬৮),
- 'নিজ বাসভূমে' (১৯৭০),
- 'দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩),
- 'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪),
- 'আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪),
- 'এক ধরনের অহংকার' (১৯৭৫),
- 'আমি অনাহারী' (১৯৭৬),
- 'শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭),
- 'প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮),
- 'প্রেমের কবিতা' (১৯৮১),
- 'ইকারুসের আকাশ' (১৯৮২),
- 'এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬),
- 'বুক তাঁর বাংলাদেশের হৃদয়' (১৯৮৮),
- 'হরিণের হাড়' (১৯৯৩),
- 'তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬),
- 'হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭),
- 'না বাস্তব না দুঃস্বপ্ন' (২০০৬)।

• তাঁর উপন্যাসসমূহঃ
- 'অক্টোপাস' (১৯৮৩),
- 'অদ্ভুত আঁধার এক' (১৯৮৫),
- 'নিয়ত মন্তাজ' (১৯৮৫),
- 'এলো সে অবেলায়' (১৯৯৪)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions