"'অহঙ্কার' পতনের মূল" - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

A কর্মে শূন্য

B করণে শূন্য

C অপাদানে শূন্য

D অধিকরণে শূন্য

Solution

Correct Answer: Option B

'করন' শব্দটির অর্থ -যন্ত্র বা সহায়ক । কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে । যেমন - অহংকার পতনের মুল। এক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় কি দিয়ে ? বা কিসের সাহায্যে বা কি উপায়ে পতন হয় তাহলে আসে অহংকারে । তাই অহংকার করণ কারক ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions