'ঈগল পাখী' কোন সমাস (ঈগল নামের যে পাখী)?
A তৎপুরুষ
B কর্মধারয়
C বহুব্রীহি
D অব্যয়ীভাব
Solution
Correct Answer: Option B
বিশেষণের সাথে বিশেষ্যর যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে।যেমন - ঈগল নামের যে পাখী। এখানে বিশেষণের সাথে বিশেষ্য মিলে কর্মধারয় সমাস উৎপন্ন হয়েছে