এই চরণটি রুপসী বাংলা কবিতা থেকে নেওয়া হয়েছে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে। ভৈরব নদের সঙ্গে কাজিবাছা নদীর সংযোগ ঘটাতে জনৈক লবণ ব্যবসায়ী রূপচাঁদ সাহা এককালে রূপসা খাল কেটেছিলেন। সেই খাল ক্রমে খরস্রোতা নদী হয়েছে। হেমন্তের নীল আকাশে সাদা সাদা মেঘ। নদীতে কয়েকটি নৌকা। এমন মনোরম দৃশ্য দেখে হয়তো মুগ্ধ জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে/ ডিঙা বায়।’
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -
- ঝরাপালক (১৯২৮)
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬)
- বনলতা সেন (১৯৪২)
- সাতটি তারার তিমির (১৯৪৮)
- রূপসী বাংলা (১৯৫৭)