Solution
Correct Answer: Option A
নির্মল শব্দের অর্থ হচ্ছে - অমলিন , স্বচ্ছ , নিষ্পাপ , নির্দোষ । পঙ্কিল শব্দের অর্থ - কর্দমাক্ত ।অপরিষ্কার এর অর্থ হচ্ছে - মলিন ,নোংরা , । নোংরা শব্দের অর্থ হচ্ছে - আবর্জনা, ময়লা , অশুদ্ধ , অপবিত্র । সবগুলু উত্তর থিক মনে হলেও ব্যাকরণ বইয়ে নির্মল এর বিপরীত শব্দ পঙ্কিল দেয়া আছে ।