'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' - কার রচিত পংক্তি?
Solution
Correct Answer: Option C
- পংক্তিটি কামিনী রায় রচিত "পরার্থে" কবিতা থেকে গৃহীত হয়েছে।
- কামিনী রায় একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা।
- তিনি একসময় 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নির্মাল্য,
- মাল্য ও নির্মাল্য,
- দীপ ও ধূপ,
- জীবন পথে,
- অম্বা,
- পৌরাণিকী,
- অশোক সঙ্গীত,
- গুঞ্জন ইত্যাদি।