কোন কবি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন?
Solution
Correct Answer: Option B
কবি 'রফিক আজাদ' মারা যান-১২ মার্চ, ২০১৬ তারিখে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে- অসম্ভবের পায়ে (১৯৭৩); সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে (১৯৭৪); নির্বাচিত কবিতা (১৯৭৫); চুনিয়া আমার আর্কেডিয়া (১৯৭৭)। ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাকে একুশে পদক দেওয়া হয়। এছাড়াও তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। একাত্তরে টাঙ্গাইলে আবদুল কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।