Solution
Correct Answer: Option C
যে পদ্ধতিতে তাপ পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে বা উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হয় সে পদ্ধতিকে পরিবহন বলে । যে পদ্ধতিতে তাপ কোন পদার্থের অণুগুলোর চলাচল দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে ।যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়া তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে ।